Anandabazar Patrika Today: Shocking Metro Incident Leaves Passengers in Tears

আবার মেট্রো লাইনে আত্মহত্যার চেষ্টা: বুধবার সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ চাঁদনি চক স্টেশনে একটি ট্রেন আটকে পড়ে। ট্রেনের বেশিরভাগ অংশ টানেলে আটকে রয়েছে, ফলে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদনি চক স্টেশনে একটি আত্মহত্যার চেষ্টা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এক মহিলা তাঁর সন্তানকে সঙ্গে নিয়ে চাঁদনি চক স্টেশনে ছিলেন। হঠাৎ করেই তিনি ঝাঁপ দেন মেট্রো লাইনে, যা দেখে আশেপাশের পরিচিতরা হতবাক হয়ে যান। এখন আপ এবং ডাউন, দুই লাইনে গিরিশ পার্ক থেকে ময়দান স্টেশন পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মহিলাকে উদ্ধারের চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পার্ক স্ট্রিটের একটি স্কুল ছুটি হওয়ার পর তিনি তাঁর মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। চাঁদনি চক স্টেশনে নেমে হঠাৎ করেই দক্ষিণেশ্বরগামী একটি ট্রেনের সামনে ঝাঁপ দেন। ট্রেনটি দাঁড়িয়ে যায়, কিন্তু মহিলা লাইনে আটকে থাকেন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে উদ্ধারের চেষ্টা চলছে। ট্রেনে থাকা অন্যান্য যাত্রীদের ধীরে ধীরে বের করে দেওয়া হয়েছে। মহিলার সাত বছরের কন্যা এই দৃশ্য দেখে মর্মান্তিকভাবে কাঁদছে, এবং তাকে স্টেশন মাস্টারের ঘরে নিয়ে যাওয়া হয়েছে।

Post Image
1
0
21
0 Comments
Upvote
Comment
Downvote